মানুষ ক্বাল্ব (قلب) ও দেহের সমন্বয়ে সৃষ্টি। তবে ক্বাল্ব বা আত্মাই হচ্ছে আসল। দেহ হচ্ছে ক্বাল্ব-এর আবরণ মাত্র। এ কারণে দেহেরে হেফাজতের চেয়ে ক্বাল্ব-এর হেফাজতের গুরুত্ব অনেক বেশি। ক্বাল্ব-ই হচ্ছে মানুষের হেদায়াতের কেন্দ্র বিন্দু। আর পরিশুদ্ধ ক্বাল্ব ছাড়া সঠিক হেদায়াতও সম্ভব নয়।
Advertisement
আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন-‘বিশ্বস্ত রূহ (জিবরিল) তা (কুরআন) নিয়ে অবতরণ করেছে। তোমার কলবে; যাতে তুমি সতর্ককারী হতে পার।’ (সুরা শুআরা : আয়াত ১৯৩-১৯৪)
এ ক্বাল্ব বা হৃদয় বা আত্মাই পবিত্র কুরআনুল কারিমকে অধিক অনুধাবন করার এবং তা ধারণ ক্ষমতার অধিকারী।
ক্বাল্বের পরিচয় ও গুরুত্ব তুলে ধরে হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-‘জেনে রেখ! তোমাদের শরীরের মধ্যে এক টুকরো গোশ্ত পিণ্ড আছে; যদি তা সংশোধিত হয়, তবে গোটা শরীরই সংশোধিত হয়। আর যদি তা খারাপ হয়; তবে সমস্ত শরীরই খারাপ হয়ে যায়। মনে রেখ তাহলো ক্বাল্ব বা দিল।’ (বুখারি, মুসলিম ও মিশকাত)
Advertisement
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরিশুদ্ধ ক্বাল্ব বা ক্বাল্বে সালিম এর পরিচয় লাভ করে আত্মশুদ্ধি অর্জন করার তাওফিক দান করুন। ক্বাল্বকে দুনিয়ার সব ফেতনা ও অন্যায় কাজ থেকে হেফাজত রাখার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/আরআইপি