দেশজুড়ে

নেত্রকোনায় রমজানে বিক্রি হয়নি টিসিবির পণ্য

পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার দেশব্যাপী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির ব্যবস্থা নেয়। কিন্তু এ ব্যবস্থা নেয়ার পরও এবার নেত্রকোনার কোথাও খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি করতে দেখা যায়নি টিসিবির নিয়োগকৃত ডিলারদের। তাদের অভিযোগ, বর্তমানে বাইরের বাজারে যে দামে ওই সব পণ্য বিক্রি হচ্ছে তা টিসিবির নির্ধারিত মূল্যের চেয়ে কম। তাই ক্রেতাদের আগ্রহ না থাকায় তারা পণ্য বিক্রি করছেন না। তবে ক্রেতাদের অভিযোগ টিসিবি হতে সহনীয় মূল্যে পণ্য ক্রয় করা যায় তা বাইরের বাজারে একটু বেশি দামে ক্রয় করতে হয়।জেলা প্রশাসন কার্যালয়ের ব্যবসা বাণিজ্য শাখা সূত্রে জানা যায়, টিসিবি কর্তৃক এ বছর নেত্রকোনায় মেসার্স সাখাওয়াত হোসেন খান ও হক এন্টারপ্রাইজ নামে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও শহরের কোর্ট মোড়ে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করার কথা ছিল। নির্ধারিত স্থান হতে একজন ভোক্তা প্রতিদিন প্রতি কেজি চিনি ৩৭ টাকা, মুসুর ডাল ১০৩ টাকা, প্রতি লিটার তেল (ফ্রেশ) ৮৮ টাকা, খেজুর ৮০ টাকা ও ছোলা ৫৩ টাকা দরে ক্রয় করতে পারবেন। কিন্তু পরিবেশকদের শেষ পর্যন্তও দুটি নির্ধারিত স্থানের কোথাও মালামাল বিক্রি করতে দেখা যায়নি। এ ব্যাপারে টিসিবির ডিলার সাখাওয়াত হোসেন খান জাগে নিউজকে বলেন, বরাদ্দ আছে ঠিকই কিন্তু গুদামে একমাত্র চিনি ও তেল ছাড়া কোনো মাল নেই। চিনি ও তেল বর্তমানে বাইরের বাজারে যে দামে বিক্রি হচ্ছে তা টিসিবির নির্ধারিত মূল্যের প্রায় সমান। তাই টিসিবির নির্ধারিত দামে মাল বিক্রি করলে ক্রেতারা তা কিনতে আগ্রহ হারাবেন। নেত্রকোনার মেছুয়া বাজার ও আখড়া বাজারের বিভিন্ন মুদির দোকানে ঘুরে দেখা গেছে ক্রেতারা প্রতি কেজি চিনি ৩৮ থেকে ৪০ টাকা, মুসুর ডাল ১২০ থেকে ১৩০ টাকা, তেল প্রতি লিটার (ফ্রেশ) ৯৫ টাকা, খেজুর প্রতি কেজি ১২০-১৮০টাকা ও ছোলা ৬০-৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।বাজার করতে আসা শহরের মালনী এলাকার শিক্ষক নূর হোসেন জাগো নিউজকে বলেন, সরকারিভাবে যদি ডাল, চিনি, তেল, খেজুরসহ দরকারি জিনিস কম দামে পাওয়া যেত তবে আমাদের মতো লোকজনদের জন্য অনেক সহজতর হতো। নেত্রকোনা চেম্বার অব কর্মাস এর সভাপতি আব্দুল ওয়াহেদ জাগো নিউজকে বলেন, টিসিবির মাল চলে না তাই এবার আনে নাই। তাছাড়া এই মালের তেমন চাহিদাও নেই।কামাল হোসাইন/এমজেড/আরআইপি

Advertisement