খেলাধুলা

অবশেষে শুক্রবার ঢাকা আসছে জিম্বাবুয়ে

১৫ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল জিম্বাবুয়ে দলের।

Advertisement

কিন্তু গতকাল (বুধবার) একদিন পিছিয়ে বৃহস্পতিবার আসছে তারা। এ ঘোষণা বিসিবি দিয়েছিল মঙ্গলবার। তবে আজ বৃহস্পতিবার বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, বৃহস্পতিবারও নয় জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে আসছে শুক্রবার। সেটাও ভাগে ভাগে। একসঙ্গে সব ক্রিকেটার আসছে না। পাঁচ জনের প্রথম বহর শুক্রবার বিকেল ৫টায়।

ত্রিদেশীয় সিরিজের আরেক দল শ্রীলঙ্কা। তারা আসবে আগামী ১৩ জানুয়ারি। চন্ডিকা হাথুরুসিংহে কোচের দায়িত্ব নেয়ার পর তিনি শক্তিশালী এক দলই বেছে নিয়েছেন আসন্ন সিরিজে সাবেক শিষ্যদের মোকাবেলা করার জন্য।

ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টোয়েন্টিকে সামনে রেখে গত ২৭ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে টাইগারদের প্রস্তুতি। ত্রিদেশীয় সিরিজের জন্য ইতোমধ্যে ১৬ সদস্যের দলও ঘোষণা করেছেন নির্বাচকরা।

Advertisement

এমআর/আরআইপি