দেশজুড়ে

নারায়ণগঞ্জে গার্মেন্ট কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমা সরকার (১৮) নামে এক গার্মেন্ট কর্মীর ঝুলন্ত লাশ মরদেহ করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ফতুল্লার শেহাচর লালখাঁ এলাকার মাজেদ গাজীর ভাড়াটিয়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

নিহত সুমা সরকার নেত্রকোনা জেলার খান্দিয়াজুরি থানার হারারকান্দি গ্রামের রন্টু সরকারের মেয়ে। তিনি ফতুল্লার লালখাঁ এলাকার মাজেদ গাজীর ভাড়াটিয়া বাসায় তার বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই আকিমুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় সুমা সরকারের মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শাহাদাত হোসেন/এএম/এমএস

Advertisement