আন্তর্জাতিক

পরমাণু বাণিজ্য করবে ইরান: জারিফ

পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে সব অস্থিরতা ঝেড়ে এবার নতুন পথে যাত্রা শুরু করবে ইরান। বুধবার এক সংবাদ সম্মেলনে এরকমই ইঙ্গিত দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।সম্মেলনে তিনি বলেন, এবার শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে বাণিজ্য শুরু করবে ইরান। পরমাণু কর্মসূচির ক্ষেত্রে বিগত বছরগুলোর গবেষণা ও উন্নয়নের আলোকে ইরান এবার বাণিজ্যনীতি গ্রহণ করবে।মন্ত্রী বলেন, এ সমঝোতা প্রমাণ করেছে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কোনো ফল বয়ে আনেনি। ভিয়েনা সমঝোতার মাধ্যমে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনা অত্যন্ত কঠিন ছিল উল্লেখ করে জাভেদ জারিফ বলেন, ভিয়েনা বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির নির্দেশকে সম্মান জানানো হয়েছে।এছাড়া, পরমাণু আলোচক দলকে  সমর্থন জানানোর জন্য তিনি সর্বোচ্চ নেতা, সরকার এবং ইরানের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।এসআইএস/আরআইপি

Advertisement