দেশজুড়ে

নাটোরে তীব্র শীত, বৃদ্ধার মৃত্যু

নাটোরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে বুধবার সকালে শীতজনিত কারণে নাটোর রেলওয়ে প্লাটফর্মে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

Advertisement

প্রচণ্ড শীতে নাটোরে শীতবস্ত্রের অভাবে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে দেখা দিয়েছে ডায়রিয়া, আমাশয়সহ নানা ধরনের রোগ। তীব্র শীত নিবারণে ভিড় দেখা দিয়েছে পুরনো শীতের কাপড়ের দোকানগুলোতে। ঈশ্বরদী আবহাওয়া অফিসের অফিস সহকারী নজরুল ইসলাম জানান, শৈত্যপ্রবাহের কারণে গতকাল মঙ্গলবার সারাদিনসহ বুধবার সকালে নাটোরের আশপাশের অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ শেত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ বলেন, গত তিনদিনে নাটোরে দেড়শাধিক শিশু,নারী ও বয়স্ক মানুষ শীতজনিত রোগে হাসপাতালে ভর্তি হয়েছন। রোগীর ভিড়ে হাসপাতালের মেঝেতে জায়গা নেই। আমরা যথাসাধ্য চেষ্টা করছি রোগীদের চিকিৎসা দেয়ার।

রেজাউল করিম রেজা/এমএএস/আরআইপি

Advertisement