রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প হৈমন্তী উপলক্ষে ডায়েল রহমান নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘হৈমন্তী’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী তিথি বসু। অবশ্য এই নামের চাইতে দুই বাংলাতেই তিথির পরিচিতি বেশি স্টার জলসার সিরিয়াল ‘মা’-তে ‘ঝিলিক’ চরিত্রে। আজ শনিবার ঢাকায় আসছেন তিনি। কারণ সিনেমার প্রচারণা।
Advertisement
পরিচালক ডায়েল জানালেন, আসছে ১২ জানুয়ারি দেশের বেশ কিছু হলে মুক্তি পাচ্ছে তার ‘হৈমন্তী’ ছবিটি। এর প্রচারণাতে অংশ নিতেই আজ ঢাকায় পা রাখছেন ‘ঝিলিক’ তিথি।
তিনি বলেন, ‘ছবির জন্য প্রচারণা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই তিথি দুই দিন আগেই ঢাকায় আসছেন। ৪ দিন থাকবেন তিনি। ছবিটির জন্য বেশ কিছু টিভি ও রেডিওর অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি হলে গিয়ে দর্শকদের সঙ্গে ছবিও দেখবেন।’
এর আগেও বহুবার রবি ঠাকুরের নন্দিত গল্প নিয়ে ‘হৈমন্তী’ চরিত্রটি পর্দায় উঠে এসেছে। তবে সেগুলো ছিলো নাটক-টেলিছবিতে। এই প্রথমবার হৈমন্তীকে বড় পর্দায় দেখবেন দর্শক। এই হৈমন্তীর স্বামী অপুর চরিত্রে অভিনয় করেছেন সকাল রাজ।
Advertisement
রাইসা ফিল্মের প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, দীপক, আবদুল রহমান কাদিরিসহ অনেকে।
এলএ/আরআইপি