জাতীয়

মিরপুরে ৩৭৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানে প্রায় ৩৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২০ হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানের সময় মিরপুর-১ নম্বরের গুদারাঘাট এলাকার প্রায় ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর ফলে প্রায় ১০ হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত হয়েছে। এছাড়া মিরপুরের দক্ষিণ বিশিল এলাকায় ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আরো প্রায় ১০হাজার বর্গফুট জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়। পাশাপাশি মিরপুর-১ এর ভবঘুরে আশ্রয়কেন্দ্রের সংলগ্ন কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বলেন, আজকের অভিযানে প্রায় ৩৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে প্রায় ২০হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত করা সম্ভব হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এএস/জেডএ/এমএস

Advertisement