দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য ব্যাটসম্যান জেপি ডুমিনি বাংলাদেশ দলের প্রাণখোলা প্রশংসা করেছেন। বুধবার চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে দলের হারের সঙ্গে সঙ্গে সিরিজ হারও নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের সামনে তিনি বাংলাদেশ দলের পারফর্ম্যান্স নিয়ে তার প্রতিক্রিয়া জানান। এই ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগেই অবশ্য ডুমিনি বলেছিলেন, বাংলাদেশে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে তাদের। সিরিজ হেরে তিনি বললেন, ‘গত দুই ম্যাচে বাংলাদেশ অসাধারণ খেলেছে। সেজন্য তাদের প্রশংসা প্রাপ্য।’ সংবাদ সম্মেলনে ডুমিনি বলেন, ‘সিরিজের শেষ দুই ম্যাচে বাংলাদেশের কাছে সব বিভাগেই আমরা হেরেছি। বিশেষ করে আমাদের ব্যাটিং ব্যর্থতা একটু বেশিই প্রকট। শেষ দুই ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা বড় কোনো পার্টনারশিপ গড়তে পারেনি। তাই বাংলাদেশের সামনে বড় লক্ষ্য দেওয়াও সম্ভব হয়নি।’বাংলাদেশ দলকে যথেষ্ট শক্তিশালী দল হিসেবে স্বীকৃতি দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে। তারা খুব ভালো খেলছে। পাকিস্তান ও ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে বাংলাদেশের মনোবল অনেক বেড়ে গেছে। যা আমাদের বিপক্ষে তাদের অনেক কাজে এসেছে।’ অন্যদিকে, নিজেদের হারের জন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগের ব্যর্থতাকে দায়ী করেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।এসআরজে
Advertisement