খেলাধুলা

আগামী বছর আইপিএল দক্ষিণ আফ্রিকায়!

আবারও ভারতের জমজমাট ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলের ম্যাচ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ২০১৯ সালের আইপিএল আফ্রিকার দেশটিতে আয়োজনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত নয়। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই সূত্রের বরাত দিয়ে এমন খবরই জানাচ্ছে কলকাতার সংবাদপত্র আনন্দ বাজার।

Advertisement

কেন আবারও আইপিএল ভারতের বাইরে আয়োজনের প্রয়োজন হয়ে দাঁড়াল! এর একটাই কারণ, ভারতের লোকসভা নির্বাচন। ২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও এখনও দিন-তারিখ নির্ধারিত হয়নি।

২০১৯ সালের এপ্রিল-মে মাস নাগাদ লোকসভা নির্বাচন হতে পারে এমন জ্বল্পনা রয়েছে ভারতে। এ ভাবনা থেকেই দক্ষিণ আফ্রিকার মাটিতে আইপিএল আয়োজন করার চিন্তা-ভাবনা চালাচ্ছে বিসিসিআই।

তবে, সব কিছুই এখনও আলোচনার পর্যায় আছে। এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নজরে এখন আইপিএলের ২০১৮ সালের সংস্করণ আয়োজন। আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের ১১তম সংস্করণ।

Advertisement

দেশের বাইরে আইপিএল অনুষ্ঠিত হওয়ার ঘটনা কিন্তু আরও আছে। এর আগে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতেই হয়েছিল আইপিএলের দ্বিতীয় সংস্করণ। ২০১৪ সালেও দেশের বাইরে প্রথম দুই সপ্তাহ অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের খেলা। লোকসভা নির্বাচনের কারণে প্রথম দুই সপ্তাহ আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।

আইএইচএস/আরআইপি