প্রথম ওয়ানডেতেই বড় হারে সফর শুরু। দ্বিতীয় ম্যাচেও নিউজিল্যান্ডের কাছে পাত্তা পেল না পাকিস্তান। নেলসনে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে তাদের ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কেন উইলিয়ামসনের দল।
Advertisement
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও বাগড়া দিয়েছে বৃষ্টি। আগেরটার মতোই প্রথম ইনিংসটা শেষ হয়েছে ভালোভাবে। তবে নিউজিল্যান্ডের বোলারদের দাপটে ৫০ ওভার ব্যাটিং করেও ৯ উইকেটে ২৪৬ রানের বেশি এগোতে পারেনি টসে জিতে ব্যাটিং বেছে নেয়া পাকিস্তান।
পাকিস্তানের রানটা অবশ্য আরও কম হতে পারতো। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে যে মোহাম্মদ হাফিজ (৬০) ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। লোয়ার অর্ডারের শাদাব খান (৫২) আর হাসান আলীর (৫১) জোড়া হাফসেঞ্চুরিতে মান বেঁচেছে সফরকারিদের।
শুরু থেকেই নিউজিল্যান্ড বোলারদের তোপে পড়েছে পাকিস্তান। দুই ওপেনার আজহার আলী (৬) আর ইমাম-উল-হক (২) ফিরেছেন ১৪ রানের মধ্যেই। বাবর আজমও ১০ রানের বেশি এগোতে পারেননি। থিতু হয়ে আউট হয়েছেন শোয়েব মালিক (২৭)। এরপর অধিনায়ক সরফরাজ আহমেদও ফেরেন ৩ রান করে।
Advertisement
একটা সময় ১৪২ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে দেড়শো ছোঁয়াই কঠিন হয়ে পড়েছিল পাকিস্তানের। দলের এমন বিপদের সময় ৬৮ বলে ৫২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন শাদাব খান। আর শেষদিকে হাসান আলী ব্যাটসম্যান হয়ে ৩১ বলে ৪টি করে চার-ছক্কায় ৫১ রান করলে সম্মানজনক একটা পুঁজি পায় সফরকারিরা।
কিউইদের পক্ষে ৩টি উইকেট নেন লুকি ফার্গুসন। দুটি করে উইকেট টোড অ্যাস্টল আর টিম সাউদির।
নিউজিল্যান্ডের হয়ে জবাব দিতে নেমে শুরুতেই মোহাম্মদ আমিরের শিকার হয়ে ফিরেন কলিন মুনরো (০)। এরপর ১৯ রান করে ফাহিম আশরাফের শিকার হন কেন উইলিয়ামসন। পাকিস্তানের তখনও জয়ের আশা ছিল। ঝামেলাটা বেঁধেছে বৃষ্টিতে। ১৪ ওভারে ২ উইকেটে ৬৪ রান তোলা নিউজিল্যান্ডের বৃষ্টির পর লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১৫১ রান।
মার্টিন গাপটিলের চওড়া ব্যাটে লক্ষ্যটা পেরুতে একদমই বেগ পেতে হয়নি কিউইদের। ৭১ বলে ৫টি করে চার-ছক্কায় গাপটিল খেলেছেন হার না মানা ৮৬ রানের এক ইনিংস। সঙ্গে ৪৩ বলে ৪৫ রান করে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন অভিজ্ঞ রস টেলর। তাদের ১০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৭ বল বাকি থাকতেই জিতে যায় স্বাগতিকরা।
Advertisement
এমএমআর/আরআইপি