জাতীয়

টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেসস‌চিব আশরাফুল আলম জানান, ক্রিকেটারদের এই সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের খেলোয়াড়দের পাশাপাশি প্রশিক্ষক, ক্রিকেট বোর্ডের সব কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, ““দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হয়েছে”। এই অবস্থান ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বুধবার চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ উইকেটের জয় পায় বাংলাদেশ। এতে ২-১ এ সিরিজ  নিশ্চিত হয় বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটাই বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়।এসআরজে

Advertisement