প্রবাস

সৌদি আরবে বিমানের ৪৬তম বর্ষপূর্তি উদযাপিত

সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানী রিয়াদে বিমান বাংলাদেশের আঞ্চলিক অফিসে এক আলোচনা সভা ও কেক কাটা হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

এ সময় দূতাবাসের ইকোনমি কাউন্সিলর ড. মোহা. আবুল হাসান, বিমানের জিএসএ এসিই ট্রাভেলসের মোহাম্মদ আল জুমআ, বিমানের রিজিওনাল ম্যানেজার আমিনুল হক ভূঁইয়া, স্টেশন ম্যানেজার রফিকুর রহমান, ফিন্যান্স ম্যানেজার আনোয়ার হোসাইন, ব্যবসায়ী, বিমানের এজেন্ট, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬ বছরের বিভিন্ন দিক তুলে ধরেন। রাষ্ট্রীয় পতাকাবাহি এ প্রতিষ্ঠান আগামীতেও প্রবাসীদের সেবায় নিয়োজিত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

Advertisement

আলোচনা সভা শেষে একটি কেক কাটা হয়। এ সময় আমিনুল হক ভুঁইয়া জানান, বিমানের বিশেষ ব্যাগেজ সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সেবার অধীনে যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অতিরিক্ত ২৩ কেজি ওজনের একটি ব্যাগেজ ৩৫০ সৌদি রিয়ালের বিনিময়ে বহন করতে পারবেন।

পরে বিমানের সাফল্য কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা মাওলানা আবদুস সালাম।

এমএমজেড/আরআইপি

Advertisement