খেলাধুলা

বার্সায় মাঠে নামতে তিন সপ্তাহ অপেক্ষা কুতিনহোর

বার্সেলোনায় চুক্তি করতে পেরে স্বপ্ন সত্যি হয়েছে, জানিয়েছেন ফিলিপ কুতিনহো। কিন্তু ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার স্বপ্নপূরণের আসল জায়গা, মাঠে নামতে পারছেন না এখনই। উরুর চোটের কারণে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

Advertisement

১৬০ মিলিয়ন ইউরোতে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন কুতিনহো। এখানে এসে সব কিছু ঘুরে ঘুরে দেখছেন। ক্লাবের মেডিকেল পরীক্ষাও দিয়েছেন। সেই পরীক্ষায় দেখা গেছে, উরুতে চোটটার জন্য আরও তিন সপ্তাহের মতো বিশ্রাম প্রয়োজন কুতিনহোর। এখন তাই চাইলেও মাঠে নামতে পারবেন না তিনি।

দলের সঙ্গে টুকটাক অনুশীলন করলেও সম্ভবত বার্সার আগামী তিন ম্যাচে দেখা যাবে না কুতিনহোকে। ফলে কোপা দেল রে'তে সেল্টা ভিগোর বিপক্ষে এবং লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

মাংশপেশির চোটে গত ডিসেম্বর থেকে খেলতে পারছেন না কুতিনহো। বিশ্রাম কাটিয়ে আগামী ২৮ জানুয়ারি দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারেন ব্রাজিলিয়ান এই অ্যাটাকিং মিডফিল্ডার।

Advertisement

এমএমআর/জেআইএম