দেশজুড়ে

খাগড়াছড়িতে প্রতিবন্ধী শিশু-কিশোরদের পাশে সেনাবাহিনী

পাহাড়ের জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এবার পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রতিবন্ধী শিশু-কিশোরদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। হাড় কাঁপানো শীতে জুবুথুবু শীতার্ত প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে কম্বল বিতরণ করেছেন খাগড়াছড়ি রিজিয়নের অধীন সদর জোন কমান্ডার লে. কর্নেল জি এম সোহাগ।

Advertisement

সোমবার দুপুরে খাগড়াছড়ি ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (ডিপিওডি) সেন্টারে অনাড়ম্বর আয়োজনে প্রতিবন্ধী শিশু-কিশোরদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় খাগড়াছড়ি জোন কমান্ডার লে. কর্নেল জি. এম সোহাগ বলেন, পাহাড় কিংবা সমতলে দেশের সবর্ত্রই সেনাবাহিনী আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। সেনাবাহিনীর এ মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। প্রতিবন্ধীরা আমাদের জন্য বোঝা নয়। সামর্থ্য অনুযায়ী বিত্তবানদের প্রতি প্রতিবন্ধীদের পাশে দাাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় খাগড়াছড়ি ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (ডিপিওডি) সেন্টারের সভাপতি বীরবাহু চাকমা ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

প্রসঙ্গত, খাগড়াছড়ি ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট সেন্টারে শতাধিক পাহাড়ি-বাঙালি প্রতিবন্ধী শিশু-কিশোর শিক্ষার্থী রয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/আইআই