কৃষি ও প্রকৃতি

ধানের চুঙ্গি পোকা দমনের উপায়

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই এ দেশে প্রচুর ধান জন্মে। ধানের উৎপাদনও বেশ ভালো। তবে ধান উৎপাদনে হঠাৎ করে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে। চুঙ্গি পোকা তার মধ্যে একটি। আসুন জেনে নেই এ পোকা দমনের উপায়-

Advertisement

লক্ষণকীড়া ধানের পাতার উপরের অংশ কেটে চুঙ্গি তৈরি করে এবং সবুজ অংশ কুরে কুরে খায়। আক্রান্ত জমিতে গাছের পাতা সাদা দেখায় এবং পাতার উপরের অংশ কাঁটা থাকে। দিনের বেলায় চুঙ্গিগুলো পানিতে ভাসতে থাকে।

প্রতিকার ধান ক্ষেত তথা আক্রান্ত জমির দাঁড়ানো পানি সরিয়ে দিন এবং মাটি কয়েকদিন শুকিয়ে নিন।

ব্যবস্থাপনা১. পার্চিং করা বা ডাল পুঁতে দেওয়া।২. আলোর ফাঁদ ব্যবহার করা।৩. হাত জাল দিয়ে মথ সংগ্রহ করে ধ্বংস করা।৪. পরজীবী বা উপকারী পোকার সংরক্ষণ ও সংখ্যা বৃদ্ধির জন্য কীটনাশক প্রয়োগ যথাসম্ভব পরিহার করা।৫. বীজতলায় শতকরা ৫০ ভাগ পাতা এবং জমিতে শতকরা ১৫-২০ ভাগ পাতা আক্রান্ত হলে কীটনাশক ব্যবহার করুন।

Advertisement

এসইউ/আইআই