বিনোদন

এক গল্পে দুই রানীর লড়াই

ঝাঁসীর রানী লক্ষী বাঈয়ের জীবনী নিয়ে বলিউডের বক্স অফিসে লড়াই হবে বেশ। চলতি বছরেই মুক্তি পাচ্ছে ভারতের বীরঙ্গনা খেতাব প্রাপ্ত এই রানীর জীবনী নিয়ে দুটি ছবি। মাত্র ২৫ দিনের ব্যাবধানে বক্স অফিসে মুক্তি পেতে যাচ্ছে ছবি দুটি।

Advertisement

রানী লক্ষ্মী বাঈয়ের জীবনী নিয়ে ‘মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসী’ শিরোনামে ছবিটি নির্মিত হচ্ছে এ খবর সকলেরই জানা। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। এখানে আরও থাকছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত।

তবে নতুন খবর হচ্ছে একই নারীর জীবনী নিয়ে ব্রিটিশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘সোর্ড এন্ড স্ক্যাপটার্স’ শিরোনামে আরেকটি ছবি। স্বতী ভাইজ পরিচালিত যৌথ প্রযোজনার ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ডেভিকা ভাইজ।

‘মনিকর্নিকা’ ছবিটির পরিচালক রাধা কৃষা জাগারালমুদি জানিয়েছেন ব্যাপারটা হতাশাজনক। কাছাকাছি সময়ে একই ব্যক্তির দুটি বায়োপিক মুক্তি দেয়ায় নেতিবাচক প্রভাব পড়বে বক্স অফিসে। তবে বলিউড বোদ্ধাদের ধারনা তারকাখ্যাতির দিক থেকে ডেভিকা ভাইজের চেয়ে শতগুন এগিয়ে আছেন কঙ্গনা। শেষ পর্যন্ত লড়াইয়ে জয়টা কঙ্গনারই হবে।

Advertisement

আরএএইচ/এলএ/এমএস