বিনোদন

মিস্টার বাংলাদেশ দিয়ে চলচ্চিত্রে লাক্স তারকা শানু

লাক্স-চ্যানেল আই সুপারস্টারের শ্রেষ্ঠেত্বের মুকুট মাথায় নিয়ে শোবিজে তার পথচলা শুরু। তারপর ধীর লয়েই কাজ করে চলেছেন অভিনয় ও মডেলিংয়ে। বলছি অভিনেত্রী শানারেই দেবী শানুর কথা।

Advertisement

এবার তিনি হাজির হচ্ছেন বড় পর্দার চমক নিয়ে। প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন আলোচিত এই অভিনেত্রী। আবু আকতার উল ইমানের পরিচালনায় ছবিটির নাম ‘মিস্টার বাংলাদেশ’। শানু তার প্রথম ছবি নিয়ে বলেন, ‘সিনেমায় আরও অনেক আগেই কাজ করার কথা ছিলো। কিন্তু নানা কারণে সেটি আর হয়নি। আমি প্রস্তুতিও নিয়েছিলাম হুমায়ূন আহমেদ স্যারের ‘৯ নম্বর বিপদ সংকেত’ ছবির জন্য। এরপরও অনেক ছবির প্রস্তাব পেয়েছি। গল্প ও চরিত্র পছন্দ হচ্ছিলো না। কিন্তু ‘মিস্টার বাংলাদেশ’র সঙ্গে ব্যাটে বলে মিলে যাওয়ায় এই কাজটি করছি।’

তিনি আরও বলেন, ‘এই ছবির গল্পটি বেশ দারুণ। মনে দাগ কাটবে চরিত্ররা। এখানে আমাকে একজন গৃহবধূর চরিত্রে দেখা যাবে। প্রথম চলচ্চিত্র নিয়ে আশাবাদী আমি। নিজের সবটুকু উজার করে কাজ করছি। দর্শক দেখে বিনোদিত হলেই সব শ্রম স্বার্থক হবে।’

এদিকে পরিচালক ইমান জানালেন, ‘ছবিটির ৬০ শতাংশ দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। চলতি মাসের মাঝামাঝি সময়ে শেষ লটের শুটিং শুরু হবে। চলতি বছরেই ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে আছে। সম্ভব হলে স্বাধীনতার মাস মার্চেই ছবিটি হলে আনতে চাই।’

Advertisement

‘মিস্টার বাংলাদেশ’ ছবির কাহিনী ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন নির্মাতা খিজির হায়াৎ খান ও হাসনাত পিয়াস। পাশাপাশি ছবিটির কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করছেন খিজির হায়াৎ খান।

কেএইচকে প্রোডাকশনের ব্যানারে ছবিটিতে আরও অভিনয় করছেন টাইগার রবি ও শাহরিয়ার সজিব।

এলএ/জেআইএম

Advertisement