খেলাধুলা

সাকিবের পর মাশরাফির মাইলফলক

সাকিবের সাথে ইঁদুর-বিড়াল খেলায় সাকিব আগালেও খুব একটা পিছিয়ে পড়েননি বাংলাদেশের সেরা পেসার টাইগার অধিনায়ক মাশরাফি মুর্তজা। নিজেদের মধ্যে যে এক অদৃশ্য প্রতিযোগিতায় একই দিন ২০০ উইকেটের কৃতিত্ব অর্জন করেন বাংলাদেশের সেরা এই দুই খেলোয়াড়।সাকিবের পর একই ম্যাচে ২০০ উইকেটের মাইলফলক অর্জন করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা। বাংলাদেশের হয়ে তৃতীয় বোলার হিসাবে তিনি এই কৃতিত্বের গৌরব অর্জন করেন। ১৫৭তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। এইদিন  মাশরাফির সাথেই ২০০ এর রেকর্ড তার সতীর্থ সাকিব আল হাসান। মাশরাফির ডেপুটি সাকিব আল হাসান ১৫৬ ম্যাচে ২০০ উইকেট লাভ করেন। তবে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট পেয়েছেন আবদুর রাজ্জাক। ১৫৩ ম্যাচে তার উইকেট ২০৭টি। তবে এক ক্ষেত্রে এখনো পিছিয়ে আছেন মাশরাফি। তার এই ২০০ উইকেটের ১৯৯টা বাংলাদেশের হয়ে এবং বাকি একটি এশিয়া একাদশের হয়ে। আরটি/এমআর/পিআর

Advertisement