পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে গ্রাহকদের সুবিধার্থে সব ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এটিএম ও পিওএস (পয়েন্ট অব সেল) নেটওয়ার্ক সার্বক্ষণিক সচল থাকার বিষয়টি নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।প্রজ্ঞাপনে বলা হয়, দেশের সবগুলো ব্যাংক ঈদের ছুটি উপলক্ষে ১৭ থেকে ১৯ জুলাই বন্ধ থাকবে। এ সময়ে গ্রাহকদের আর্থিক লেনদেনের সুবিধার্থে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের পাশাপাশি বুথগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।এছাড়া বন্ধ বা অচল এটিএম বুথের সামনে অবশ্যই নোটিশ টানাতে হবে। কোনো ব্যাংকের সব এটিএম ও পিওএস সেবা অনিবার্য কারণে বন্ধ থাকলে বিষয়টি তাৎক্ষণিকভাবে গ্রাহকদের অবহিত করতে হবে।প্রজ্ঞাপনে আরো বলা হয়, কোনো অবস্থাতেই যেন গ্রাহকরা হয়রানির শিকার না হন, বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া, ই-পেমেন্ট গেইটওয়ে লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনে গণমাধ্যমে সতর্কতামূলক প্রচারণারও নির্দেশ দিতে হবে।আরএস/পিআর
Advertisement