ব্রিজের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি পৌরসভার উদ্যোগে দাফন করা হয়।
Advertisement
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সিংগাইর-সাহরাইল সংযোগ ব্রিজের নিচে শনিবার বিকেলে পলিথিনে মেড়ানো এক নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। পরে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ব্রিজের পাশেই বেসরকারি হাসপাতাল সিংগাইর ক্লিনিক অবস্থিত। স্থানীয়দের ধারণা, এ ক্লিনিক থেকে অবৈধ গর্ভপাত ঘটিয়ে রাতের আধারে নবজাতককে ব্রিজের নিচে ফেলে দেয়া হয়েছে। প্রচণ্ড শীতে নবজাতকটি রাতে হয়তো মারা গেছে। নয়তো মা মৃত সন্তানই প্রসব করেছিলেন।
Advertisement
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সিংগাইর ক্লিনিকের পরিচালক মিজানুর রহমান লিটন।
সিংগাইর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, কে বা কারা নবজাতককে ব্রিজের নিচে ফেলে রেখে গেছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
বি.এম খোরশেদ/আরএআর/আইআই
Advertisement