বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভাঙ্গেনি বরং অটুট রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী বাস্তহারা দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলনে তিনি এ দাবি করেন।মির্জা ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে অতীতে বহুবার ষড়যন্ত্র হয়েছে। গোয়েন্দাদের দিয়ে বিএনপি থেকে নেতাদের ভাগিয়ে নেওয়া হলেও কোনও লাভ হয়নি। তারা আবার বিএনপিতে ফিরে এসেছে।তিনি বলেন, আবার ২০ দলীয় জোট ভাঙ্গার ষড়যন্ত্র হচ্ছে। হালুয়া রুটির লোভ সামলাতে না পেরে কিছু লোক জোট থেকে চলে গেলেও তাতে কোনো লাভ হবে না।ফখরুল বলেন, টাকা- পয়সা ,মন্ত্রিত্বের লোভ-প্রলোভন দেখিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না। খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে অবৈধ আওয়ামী লীগ সরকার খড়-কুটার মতো ভেসে যাবে।তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এতোটাই দেউলিয়া হয়েছে যে টাকা পয়সা ও মন্ত্রীর লোভ দেখিয়ে দলের বাইরে থেকে লোক আনতে হচ্ছে। নিজেদের আজীবন ক্ষমতায় রাখতে একের পর এক সংবিধান পরিবর্তন করছে। অথচ দেশের সংবিধান প্রণেতারা বলছেন, সংশোধীত সংবিধান গণতন্ত্রের জন্য উপযোগী নয়।তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষ হত্যায় দায়ে জনগণ আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাড় করাবে।বর্তমান সংসদকে আওয়ামী লীগের কোরাম উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, জনপ্রতিনিধিত্বহীন সংসদের হাতে বিচারপতি অভিশংসনের ক্ষমতা নেওয়া মানে আওয়ামী লীগের হাতে নেয়া।খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে- আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়া এদেশে জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করছেন, জেল খেটেছেন তারপরেও দেশ ছাড়েনি।গণতান্ত্রিক প্রশ্নে খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি।ভবিষ্যতেও করবে না। কিন্তু আপনাদের নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।আয়োজক সংগঠনের সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।
Advertisement