খেলাধুলা

ভারত সিরিজ শেষ স্টেইনের

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছিলেন প্রোটিয়া পেসার ডেল স্টেইন। তবে ফেরাটা সুখকর হল না। দ্বিতীয় দিন বোলিংয়ের সময় গোড়ালির চোটে ইনজুরিতে পড়েছেন এই পেসার। ইনজুরির কারণে চলমান টেস্ট তো বটেই; পুরো ভারত সিরিজ থেকেই ছিটকে পড়তে পারেন তিনি।

Advertisement

প্রথম টেস্টের দ্বিতীয় দিন নিজের ব্যক্তিগত ১৮তম ওভারে বোলিং করার সময় গোড়ালিতে ব্যথা অনুভব করেন স্টেইন। অস্বস্তি বোধ করায় ভারনন ফিল্যান্ডারকে বল তুলে দেন। ফিল্যান্ডারই ওই ওভার সম্পূর্ণ করেন। পরে স্ক্যান করা হলে গোড়ালিতে চোট ধরা পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইনজুরির কারণে চার থেকে ছয় সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে স্টেইনকে। কেপটাউন টেস্টে আর বোলিং না করলেও দলের প্রয়োজনে ব্যাটিং করতে পারেন এই ডানহাতি বোলার।

এদিকে স্টেইনের ইনজুরিতে তিন পেসার ফিল্যান্ডার, ক্যাগিসো রাবাদা ও মরনে মরকেলকে নিয়ে নামতে হবে দক্ষিণ আফ্রিকাকে। এখন দেখার বিষয় স্টেইনকে ছাড়া দ্বিতীয় ইনিংসে ভারতের ১০ উইকেট তুলে নিতে পারে কি না।

Advertisement

এমআর/এমএস