রাজধানীর ফার্মগেটে একটি বাসে আগুন লেগে সাতজন দগ্ধ হয়েছেন। রাইদা পরিবহনের রিজার্ভ করা বাসটি ছাত্রলীগের একটি অনুষ্ঠানে যাচ্ছিল। বাসে থাকা যে সাতজন দগ্ধ হয়েছেন তাদের পোড়া সামান্য বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ।
Advertisement
শনিবার বেলা ১১টার দিকে ফার্মগেটে আলরাজি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, গাড়ির ভেতর অনেকগুলো গ্যাস বেলুন ছিল। ধারণা করা হচ্ছে কেউ হয়তো ভেতরে সিগারেট খেয়েছিল। তা থেকে বিস্ফোরণ হয়েছে। গাড়িটি রিজার্ভ করে ছাত্রলীগের একটি অনুষ্ঠানে যাচ্ছিল।
ফায়ার সার্ভিসের সদরের দফতরের ডিউট অফিসার আতাউর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দুই-তিনটা সিট পোড়া দেখতে পেয়েছি কিন্তু আগুন পাইনি। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
Advertisement
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আগুনে সাতজনের ১ থেকে ২ শতাংশ পুড়েছে, কারও হাত, কারও মুখ। পোড়া সামান্য।
এআর/এনএফ/এমএস