খেলাধুলা

মাশরাফিকে ছাড়িয়ে গেলেন সাকিব

ক্রিকেটে প্রতিপক্ষের ব্যাটিং শিবিরকে ঘায়েল করার প্রধান অস্ত্র বোলিং। আর এ বোলিংয়ে প্রতিপক্ষকে ঘায়েল করলেও নিজেদের মধ্যে যে এক অদৃশ্য প্রতিযোগিতা চলে তা হয়তো অনেকেরই অজানা। তেমনি এক প্রতিযোগিতায় ছিলেন টাইগারদের দলনেতা (ক্যাপ্টেন) মাশরাফি বিন মর্তুজা ও সহ-অধিনায়ক (ডেপুটি) অলরাউন্ডার সাকিব আল হাসান।অর্থাৎ কে হবেন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় বোলার, যিনি দুইশ` উইকেট নেবেন। মাশরাফি বিন মর্তুজা নাকি সাকিব আল হাসান? এ প্রতিযোগিতায় মাশরাফিকে ছাড়িয়ে গেলেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ডু প্লেসি ও আমলাকে ফিরিয়ে টাইগারদের পক্ষে দ্বিতীয় বোলার হিসেবে দুইশ` উইকেটের মালিক হলেন সাকিব।উল্লেখ্য, বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে দুইশ` উইকেট আছে আবদুর রাজ্জাকের। ১৫৩ ম্যাচে তার উইকেট ২০৭টি।এমআর/আরআই

Advertisement