যত দ্রুত সম্ভব ফিলিপ কুতিনহোকে দলে চাই বার্সেলোনার। কাতালান ক্লাবটি এবার টাকার অংক বাড়িয়ে ১৬০ মিলিয়ন ইউরো করেছে লিভারপুলে খেলা এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য।
Advertisement
লিভারপুল দরাদরি করেই যাচ্ছে, বার্সাও ছাড়বার পাত্র নয়। কুতিনহো এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না, এটা জেনেও তাকে দলে চাইছে ব্লুগ্রেনারা।
'দি টাইমস'-এর প্রতিবেদন অনুযায়ী, কুতিনহোকে ১২০ মিলিয়ন ইউরো দেয়ার কথা আগেই জানিয়েছিল বার্সেলোনা। এবার তার সঙ্গে আরও ৪০ মিলিয়নের সুযোগ সুবিধা যোগ হচ্ছে। শেষ পর্যন্ত এই টাকায় রাজি হলে কুতিনহো হবেন বার্সার ইতিহাসের সবচেয়ে বড় অংকের সাইনিংয়ের মালিক।
শুধু বার্সেলোনার নয়, স্বদেশী নেইমারের পর ফুটবল ইতিহাসেরই দ্বিতীয় সর্বোচ্চ দলবদলের ইতিহাস গড়বেন কুতিনহো।
Advertisement
এমএমআর/এসএম