দেশজুড়ে

শ্রীপুরে রিসোর্টের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শুক্রবার দুপুরে রিসোর্টের নির্মাণাধীন দোতলা ভবনের ছাদ ধসে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ৭ জনের মধ্যে চারজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

তারা হলেন, দিনাজপুরের রহিম বাদশা (২৫), একই জেলার মাহিদুল (২৫) ও মিন্টু (২২) এবং জামালপুরের ইকবাল হোসেন (১৭)। এদের মধ্যে রহিম বাদশা ও মাহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউপি ১নং ওয়ার্ডের সদস্য মো. ইজ্জত আলী খান জানান, ফাউগান এলাকায় নির্মাণ কাজ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে রিসোর্টের দোতলার একাংশ ধসে পড়ে। এসময় ওই ছাদের নিচে কয়েকজন শ্রমিক আহত চাপা পড়ে। খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। গুরুতর আহত অবস্থায় সাতজনের মতো উদ্ধার করা হয়েছে। এরপর দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে চাপাপড়া অবস্থায় এক শ্রমিকের লাশ উদ্ধার কাজ করছে দমকল কর্মীরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুর তিনটার দিকেও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে আরও লাশ আছে কীনা উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

Advertisement

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস বলেন, আহত ৪ জনকে হাসপাতালে ভর্তির পর দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএএস/এসএম