খেলাধুলা

সাকিব ঘূর্ণিতে চাপে দক্ষিণ আফ্রিকা

সাকিবের বোলিং তোপে চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ফর্মে থাকা ডু প্লেসিকে ফেরানোর পর এবার ফেরালেন অধিনায়ক হাসিম আমলাকে। ১৪তম ওভারের তৃতীয় বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক।এর আগে সপ্তম ওভারের প্রথম বলেই ডু প্লেসিকে মুশফিকের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান সাকিব। সাকিবের বলে সুইপ করতে গেলে টাইমিং মিস করলে তা উইকেটের পাশেই সোজা উপরে উঠে যায়। সেই বল গ্লাবস বন্দী করতে ভুল করেননি উইকেট রক্ষক মুশফিকুর রহিম।বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। কুইন্টন ডি কককে (৭)  সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান টাইগার এই বোলার। একই ওভারের শেষ বলে আমলাকেও পরাস্ত করে জোরালো আবেদন করেন। টিভি রিপ্লেতে দেখা গেছে বল উইকেটরক্ষক মুশফিকের হাতে যাবার আগে ব্যাটের কানা ছুঁয়ে যায়। তবে আম্পায়ার মাইকেল গফ নিশ্চুপ থাকেন।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হাশিম আমলা।প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ওয়ানডেতে জয় পায় টাইগাররা। তাই বাংলাদেশ ধরে রেখেছে তাদের উইনিং কম্বিনেশন। কোন পরিবর্তন ছাড়াই মাঠে নামেছে তারা। অপর দিকে দক্ষিণ আফ্রিকা দলে একটি পরিবর্তন হয়েছে। ক্রিস মরিসের পরিবর্তে দলে এসেছেন মরনে মরকেল।সিরিজে এখন ১-১ এ সমতা। তাই আজকের ম্যাচ একপ্রকার অঘোষিত ফাইনালে রূপান্তরিত হয়েছে। এশিয়ার দুই পরাশক্তি পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর আরেকটি বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।আরটি/এমআর/পিআর

Advertisement