দেশজুড়ে

রাজনের খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার : চুমকি

সিলেটে নির্মমভাবে নিহত ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্ত্বনা জানালেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বুধবার দুপুর পৌণে ২টায় তিনি বাদেআলী গ্রামে পৌঁছান। পরে তিনি রাজনের মাকে জড়িয়ে ধরে শান্ত্বনা ও রাজনের খুনিদের দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন । পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শিশু রাজন হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে যা কিছু করার দরকার সবই সরকার করবে। তিনি বলেন, ইতিমধ্যে মূল খুনি কামরুলসহ অন্যদের গ্রেফতার করা হয়েছে। কামরুলকে দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ শুরু করে দিয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এছাড়া আরো যারা পলাতক আছেন তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।নিহত রাজনের পরিবারকে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়ে মেহের আফরোজ চুমকি বলেন, রাজনের ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ সরকার দেবে। প্রতি মাসে জেলা প্রশাসক ২ হাজার করে পড়ালেখার খরচ দিবেন বলে জানান তিনি। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেটের জজ আদালতের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।এদিকে বুধবার দুপুরে রাজনের পরিবারকে শান্ত্বনা দিতে যাওয়া নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী রাজনের মাকে শান্ত্বনা দিয়ে বলেন, তার স্মৃতি রক্ষায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এছাড়া যে কোনো প্রয়োজনে সরকার তাদের পাশে থাকবে। ছামির মাহমুদ/এসএস/আরআইপি

Advertisement