ক্যাম্পাস

ডাকসু নির্বাচন : ফের অনশনের হুঁশিয়ারি ওয়ালিদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে এবার বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে বসে গণসংযোগ করছেন কিছুদিন আগে এই দাবিতে অনশন করা সান্ধ্য কোর্সের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ।

Advertisement

বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে অবস্থান নিয়ে কার্যক্রম চালাচ্ছেন তিনি। ওয়ালিদ আশরাফ বলেন, ভিসি স্যারের আশ্বাসে ডাকসু নির্বাচনের ব্যাপারে কোনো অগ্রগতি দেখছি না। ইতোমধ্যে আমি ডাকসু নিয়ে লেখালেখি শুরু করেছি। আগামী কয়েক দিনের মধ্যে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে আবার অনশন করব।

ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ডাকসু নির্বাচনের কথা বলছেন শিক্ষার্থীদের। এর আগে ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত অনশন করেন তিনি। ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যায়ের উপাচার্য আখতারুজ্জামান ডাকসু নির্বাচনের আশ্বাস দিয়ে ওয়ালিদ আশরাফের অনশন ভাঙান।

ওয়ালিদ আশরাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ২০১১-২০১২ সেশনের সান্ধ্যকালীন কোর্সের মাস্টার্সের ছাত্র ছিলেন। এমএইচ/এমআরএম/আইআই

Advertisement