দেশজুড়ে

মেঘনায় নৌ-পুলিশের ট্রলারডুবি : কনস্টেবল নিখোঁজ

মুন্সীগঞ্জের সদর উপজেলার চর-আব্দুল্লাপুর এলাকার সীমানাধীন মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌ-পুলিশের ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে মো. ইব্রাহীম (৫৭) নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

চর-আব্দুল্লাপুর নৌফাঁড়ি ইনচার্জ মো. আতিক জানান, ঘটনার পর থেকেই নৌ-পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ চালাচ্ছে। ইতোমধ্যে ঘাতক বাল্কহেড আজিজ পরিবহন-১ ও ড্রেজারটি আটকানো হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/আরআইপি

Advertisement