চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হাশিম আমলা। বিকেল ৩টায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু`দল।প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ওয়ানডেতে জয় পায় টাইগাররা। তাই বাংলাদেশ ধরে রেখেছে তাদের উইনিং কম্বিনেশন। কোন পরিবর্তন ছাড়াই মাঠে নামছে তারা। অপর দিকে দক্ষিণ আফ্রিকা দলে একটি পরিবর্তন হয়েছে। ক্রিস মরিসের পরিবর্তে দলে এসেছেন মরনে মরকেল।সিরিজে এখন ১-১ এ সমতা। তাই আজকের ম্যাচ একপ্রকার অঘোষিত ফাইনালে রূপান্তরিত হয়েছে। এশিয়ার দুই পরাশক্তি পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর আরেকটি বড় দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন উঁকি দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।বাংলাদেশ একাদশ:তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।দ. আফ্রিকা একাদশ:হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিলে রুশো, ফাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, জেপি ডুমিনি, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা, মরনে মরকেল, ফারহান বেহারদিয়েন ও ইমরান তাহির।আরটি/এমআর/এমএস
Advertisement