খেলাধুলা

শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে সালমারা

শ্রীলঙ্কার বাধা উতরে গেছেন বাংলাদেশের প্রমীলা ক্রিকেটাররা; জায়গা করে নিয়েছে ১৭তম এশিয়ান গেমসের ফাইনালে। বৃহস্পতিবার সেমিফাইনালে শ্রীলংকাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে সালমা খাতুনের দল। শুক্রবার অনুষ্ঠিতব্য ফাইনালে পাকিস্তানকে হারাতে পারলেই প্রথমবারের মতো এশিয়াডের স্বর্ণপদক ছোঁয়ার স্বপ্ন পূরণ হবে লাল-সবুজ শিবিরের। এশিয়ান গেমসের গত আসরে রৌপ্য পদক জিতেছিল প্রমীলা ক্রিকেটাররা। বৃহস্পতিবার ফাইনাল নিশ্চিত করার পর তাই এবারও অন্তত রৌপ্য পদক অক্ষুন্ন রাখতে পেরেছেন সালমারা। যদিও এবার স্বর্ণ জয়ের দৃপ্ত অঙ্গীকার নিয়েই ইনচনে হিাজির হয়েছেন তারা।শ্রীলঙ্কার বিপক্ষে ইয়ংহি স্টেডিয়ামে টসে জিতলেও ব্যাটিংয়ের শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান শুকতারার ব্যাট এদিন আলো ছড়াতে পারেনি। মাত্র ৭ রান করে গুনারত্নের বলে সুরাংগিকার তালুবন্দী হয়েছেন শুকতারা।তখন বাংলাদেশ সংগ্রহ মোটে ২২ রান। শুকতারার আগে প্রবধনির বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরেছেন আরেক ওপেনার শাহনাজ পারভিন (০)। প্রাথমিক বিপর্যয় কাটিয়ে বাংলাদেশের রানের চাকা সচল রেখেছেন ফারহানা হক ও লতা মণ্ডল। দলীয় ৫১ রানে শ্রীবর্ধনের বলে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ফারহানা হক (২২)। পরে লতা মণ্ডলের অপরাজিত ৩৪ ও অধিনায়ক সালমা খাতুনের ১৪ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ৯৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

Advertisement