জাতীয়

মিরপুরে রাজউকের অভিযান : পাঁচ লাখ টাকা জরিমানা

ভবনে নকশা বহির্ভূত ব্যবহার বন্ধে রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বুধবার মিরপুর এলাকায় ভবনে নকশা বহির্ভূত ব্যবহার বন্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং অঞ্চল-৩ এর অথরাইজড অফিসার মোবারক হোসেন।

Advertisement

অভিযানে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে বারান্দা ও ছাদ বর্ধিত করে ভবন নির্মাণে মিরপুরের ১৩, ১৪ ও ১৫ নং সেকশনের ৫টি ভবনের বারান্দা ও ছাদের বর্ধিত অংশ অপসারণ করা হয়। এ সময় মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিভিন্ন ভবনের গ্রাউন্ড ফ্লোর ও কার-পার্কিয়ের জায়গা দখল করে অবৈধভাবে পরিচালিত ২৩টি দোকান অপসারণ করে পার্কিয়ের জায়গা উন্মুক্ত করা হয়।

অভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার রঙ্গন মণ্ডল, ইলিয়াস মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাজউকের আওতাধীন আবাসিক এলাকায় যেসব প্লট, ভবন, ফ্ল্যাটে অননুমোদিত-অবৈধভাবে গেস্ট হাউস, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র‌্যাম্প নির্মিত হয়েছে সেসব অননুমোদিত স্থাপনা ব্যবহার বন্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

Advertisement

এএস/এমআরএম/জেআইএম