খেলাধুলা

ভাইরাস সংক্রমণে হাসপাতালে জাদেজা

ভাইরাস সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার থেকে শুরু টেস্টে তাই অনেকটাই অনিশ্চিত বাঁহাতি এই স্পিনার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, গত দুই দিন ধরেই ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছেন তিনি, চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হবে তাকে।

Advertisement

যদিও আশা করা হচ্ছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সুস্থ হয়ে উঠবেন জাদেজা। সেক্ষেত্রে ম্যাচের দিন সকাল পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে ভারতীয় টিম ম্যানেজম্যান্ট।

এদিকে, দক্ষিণ আফ্রিকায় পা রাখার আগেই অ্যাঙ্কেলের চোটে পড়েছিলেন শেখর ধাওয়ান। তিনি অবশ্য দ্রুতই সেরে উঠেন। সিরিজের প্রথম টেস্টে তাই খেলতে বাধা নেই এই ওপেনারের।

জাদেজা যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তবে রবিচন্দ্রন অশ্বিনকে একাই সামলাতে হবে ভারতের স্পিন আক্রমণ। দক্ষিণ আফ্রিকার পিচে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন না বলেই আরেকজন বিশেষজ্ঞ স্পিনার খেলানোর সুযোগ কম সফরকারিদের।

Advertisement

এমএমআর/এমএস