স্বাস্থ্য

রক্তনালীর রোগ নির্ণয়ের অভাবে মারা যাচ্ছে রোগী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেছেন, রক্তনালীর রোগ বিষয়ে যথযাথ সচেতনতার অভাব রয়েছে। রক্তনালীর রোগ নির্ণয়ের অভাবে রোগীও মারা যাচ্ছে। তিনি বলেন, এবডোমিনাল অ্যাওরটিক অ্যানেউরিজম (এএএ) অ্যান্ড ভেনাস থ্রোম্ব অ্যাম্বোলিস (ভিটিই) বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তনালীর রোগগুলোর সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি চালুর বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

Advertisement

বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ভাসকুলার সার্জারিবিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের উদ্যোগে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল। সম্মানিত অতিথির বক্তব্য দেন পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন। সেমিনারে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গের ভাসুকলার অ্যান্ড অ্যান্ডোভাসকুলার ডিভিশনের প্রধান ডা. নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্রের পালমোনারি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনবিষয়ক বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. রুমি আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক ডা. রকিবুল হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী অধ্যাপক ডা. সাইফ উল্লাহ খান।

এমইউ/জেডএ/জেআইএম

Advertisement