খেলাধুলা

অ্যাশেজের শেষ টেস্টে থাকছেন না ওকস

পুরণো ইনজুরি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ক্রিস ওকসের। সাইড স্ট্রেনের যে চোটের কারণে গত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছিলেন, সেই চোটের কারণেই অ্যাশেজ সিরিজের শেষ টেস্টটি খেলা হচ্ছে না ইংল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডারের।

Advertisement

সিডনিতে ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি। চলতি সিরিজে শরীরের উপর একটু বেশিই ধকল যাচ্ছে ওকসের। পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার ইনিংসের সময় প্রায় ৩৫ মাইলের মত দৌঁড়তে হয়েছে তাকে। মঙ্গলবার অনুশীলনে এসে সাইড স্ট্রেনের সমস্যার কথা জানান এই অলরাউন্ডার।

বুধবারই তাকে স্ক্যানে পাঠানো হয়েছে। তবে ফল এখনও জানা যায়নি। ইংলিশ ম্যানেজম্যান্ট অবশ্য আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সিডনি টেস্টে খেলানো হবে না ওকসকে। একটু বিশ্রাম পেলে হয়তো অ্যাশেজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ফিট হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার।

ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট ওসকের চোট নিয়ে বলেন, 'আমার মনে হয়, সেই পুরণো ইনজুরিই। তবে সব কিছুর আগে আমরা চাইব, সে যেন অনেকটা সময়ের জন্য ছিটকে না পড়ে। আমাদের সাদা বল এবং টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ সে। আবারও যেন বড় চোটে তাকে না ধরে, সেজন্য সতর্ক থাকতে হবে আমাদের।'

Advertisement

এমএমআর/জেআইএম