অভিনেত্রী পোশাক বদল করছিলেন নিজের ঘরে৷সেখানে গোপনে ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা করে রেখেছিলেন কস্টিউম অ্যাসিস্টেন্ট৷ সেটা ধরা পড়ে যাওয়ায় আব্দুল কু্য়াম আনসারি নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷পুলিশ সূত্র অনুযায়ী, মুম্বাইয়ের একটি টেলিভিশন শো’য়ের শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে৷ এক অভিনেত্রী পোশাক পরিবর্তন করেত তার রুমে যান। এসময় তিনি খেয়াল করেন, তার মেক আপ টেবিলের নীচের রাখা একটি মোবাইল ফোন৷ মোবাইলটি হাতে নিয়ে দেখেন, সেটির ভিডিও অন। অভিনেত্রীর সন্দেহ হলে তিনি ফোনটির মেমরি সার্চ করে তারমধ্যে তার পোশাক পরিবর্তনের আরও অনেক ভিডিও পান৷ নানা সময়ে যে সেগুলি তোলা হয়েছ, তাও বুঝতে পারেন তিনি৷ তৎক্ষণাৎ তিনি প্রোডাকশনের কাছে অভিযোগ জানান৷এরপর ফোনের মালিক কস্টিউম বিভাগের ২৪ বছর বয়সী সহকারী আব্দুল কুয়াম আনসারিকে আটক করে পুলিশে দেয়া হয়। জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকারও করে সে৷ এসময় তার ফোন ও মেমরি কার্ড বাজেয়াপ্ত করা হয়৷শেষ থবর পাওয়া পর্যন্ত জানা গেছে, জামিনে মুক্তি পেয়েছে ওই কস্টিউম সহকারী। এলএ/এমআরআই
Advertisement