জাতীয়

২০১৫ সালে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ

২০১৫ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে কমবে মূল্যস্ফীতি। এটি দাঁড়াবে ৬ দশমিক ৫ শতাংশে, যা তার আগের বছর ছিল ৭ দশমিক ৪ শতাংশ। এমনই পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৪ আপডেট’ প্রতিবেদন প্রকাশের সময় বৃহস্পতিবার এ পূর্বাভাস দেয় সংস্থাটি। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি। প্রতিবেদন উপস্থাপন করেন এডিবির প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ জাহিদ হোসেন।প্রতিবেদনে বলা হয়, কৃষিক্ষেত্রে ২০১৫ সালে প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৫ শতাংশ, যা ২০১৪ সালে ৩ দশমিক ৩ শতাংশ। শিল্পক্ষেত্রে প্রবৃদ্ধি হবে ৯ দশমিক ২ শতাংশ, যা ২০১৪ সালে হয়েছে ৮ দশমিক ৪ শতাংশ। এটি মূলত অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণেই সেবা খাতে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৯ শতাংশ, যা ২০১৪ সালে হয়েছে ৫ দশমিক ৮ শতাংশ।মূল্যস্ফীতির ক্ষেত্রে বলা হয়েছে, ২০১৫ সালে হবে ৬ দশমিক ৫ শতাংশ, যা ২০১৪ সালে হয়েছিল ৭ দশমিক ৪ শতাংশ। এ ক্ষেত্রে খাদ্যদ্রব্যের দাম কমবে, বিশ্ববাজারে পণ্যের দাম স্থিতিশীল, সরবরাহ ব্যবস্থা ভালো, শস্য উৎপাদন ভালো এবং সঠিক মুদ্রানীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে।

Advertisement