ইরানের ক্ষমতাসীন সরকারের সমর্থনে এবার দেশজুড়ে সমাবেশ করেছে লাখ লাখ মানুষ। দেশটিতে প্রাণঘাতী চলমান সহিংসতার সপ্তম দিনে বুধবার বিভিন্ন শহরে সরকারের সমর্থকরা রাস্তায় নেমে আসেন। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, লাখ লাখ মানুষ বেশ কয়েকটি শহরে পদযাত্রা করছেন।
Advertisement
দেশটির আহভাজ, কেরমানশাহ, গোরগানসহ সর্বত্রই লাখো মানুষের ঢলে অনেকেই ‘নেতা, আমরা প্রস্তুত’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে ইরানি পতাকা ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা যায়। অনেকের হাতে ‘বিদ্রোহীদের মৃত্যু চাই’, লেখা প্ল্যাকার্ডও ছিল।
‘আমাদের শিরা-উপশিরার রক্ত আমাদের নেতাদের জন্য’- স্লোগান ছিল লাখো মানুষের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত।
Advertisement
অর্থনৈতিক দুরবস্থা ও দুর্নীতিতে অতিষ্ঠ ইরানিরা বৃহস্পতিবার দেশটির মাশাদ শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলেও শেষ পর্যন্ত তা সহিংস হয়ে উঠেছে। এতে এখন পর্যন্ত অন্তত ২১ জনের প্রাণহানি ঘটে।
সরকারবিরোধী চলমান অস্থিরতার জেরে ইরানের ওপর প্রতিনিয়ত চাপ প্রয়োগের চেষ্টা করছে ওয়াশিংটন। ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ইরানের জনগণ স্বাধীনতার জন্য চিৎকার করছে। তাদের দাবির প্রতি মুক্তিকামী সব মানুষের অবশ্যই দাঁড়ানো উচিত।’
গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক দূরবস্থার বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই রাজনৈতিক সংকটে রূপ নেয় ইরানে। দেশটির নেতারা বলছেন, শাসনব্যবস্থার ভিত নাড়িয়ে দিতেই অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অংশ এটি।
Advertisement
আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘শত্রুরা ঐক্যবদ্ধ হয়েছে এবং ইসলামিক শাসনব্যবস্থায় সমস্যা তৈরি করতে নিরাপত্তা বাহিনী, অর্থ, অস্ত্রসহ সব ধরনের উপায় অবলম্বন করছে। শত্রুরা সবসময় সুযোগের সন্ধান করছে এবং ইরানিদের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করছে।’
সূত্র : এএফপি।
এসআইএস/পিআর