ভারতের নারী ক্রিকেটের অন্যতম বড় তারকা মিথালি। অধিনায়ক হিসেবে এরই মধ্যে খেলেছেন দুটি বিশ্বকাপের ফাইনাল। নারী ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহককে এবার কোহলিদের কোচ হিসেবে দেখতে চান বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘টেড টকস ইন্ডিয়া: নায়ি সোচ’ নামে একটি টিভি শোতে এমন প্রত্যাশার কথা জানান শাহরুখ।
Advertisement
অনুষ্ঠানে উপস্থিত মিথালির সঙ্গে আলাপচারিতায় শাহরুখ তার প্রশংসা করে বলেন, ‘আমার স্বপ্ন, আপনি একদিন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ হবেন।’ উত্তরে হেসে মিথালি বলেন, ‘আমি সব সময় আমার শতভাগই উজাড় করে দিতে চাই।’
এদিকে অনুষ্ঠানে নিজের ক্রিকেটীয় ধ্যানধারণাও শাহরুখের কাছে তুলে ধরেছেন ৩৫ বছর বয়সী এই নারী ক্রিকেট তারকা। তিনি বলেন, ‘যখন আপনি মাঠে নামেন, যখন আপনার এবং আপনার গোটা দলের দিকে সাধারণ মানুষ একটা সাফল্যের জন্য তাকিয়ে থাকে, তখন সেটি কেবল আর একটি খেলা থাকে না। সুতরাং, সর্বোচ্চ মনোযোগটা ধরে রাখা তখন আমাদের দায়িত্বের পর্যায়েই পড়ে।’
ক্রিকেটের বাইরে রীতিমতো বইয়ের পোকা মিথালি। গত নারী বিশ্বকাপের সময় ড্রেসিং রুমে বই পড়ার সময় মিথালির একটি ছবি বেশ ভাইরাল হয়। শাহরুখ এটি নিয়েও প্রশ্ন করেছিলেন। মিথালির সাফ জবাব, ‘প্রত্যাশার চাপ থেকে নিজেকে নির্ভার করতেই ম্যাচের সময় বা আগে আমি বই পড়ি। এটি চাপ কাটানোসহ ভালোমতো পারফরম করতে বেশ কাজে দেয়।’
Advertisement
উল্লেখ্য, বিশ্বকাপে এক হাজার রান করা একমাত্র নারী ক্রিকেটার মিথালি রাজ।
এমআর/আইআই