খেলাধুলা

ভারত ও পাকিস্তান সিরিজের সম্ভাবনা উড়িয়ে দিলেন সুষমা

পাকিস্তানের বিপক্ষে কবে ক্রিকেট সিরিজ খেলবে ভারত- সেটা একমাত্র সৃষ্টিকর্তাই হয়তো ভালো জানেন। এই ধরনির কেউ দিব্যি দিয়ে বলতে পারবে না, ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ হবেই! যে ক্রিকেট কারগিল যুদ্ধের মত পরিস্থিতিকে থামিয়ে দিতে পেরেছিল, যে ক্রিকেটকে মনে করা হতো- শান্তির সু-বাতাস প্রবাহকারিনী। সেই ক্রিকেটই এখন পারছে না ভারত-পাকিস্তানের মধ্যে জোড়া বাধতে। পাকিস্তানের পক্ষ থেকে তুমুল চেষ্টার পরও ভারত রাজি হচ্ছে না তাদের বিরুদ্ধে ক্রিকেট খেলতে।

Advertisement

এতদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে বলে দেয়া হতো পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট সিরিজ খেলা তাদের পক্ষে সম্ভব নয়। কখনও নিজেরা, কখনও বা সরকারের ওপর চাপিয়ে দিয়ে সবচেয়ে আকর্ষণীয় এই দ্বিপাক্ষিক সিরিজ না খেলার পক্ষে মত দিয়েছে ভারতীয়রা। এবার সরাসরি পাকিস্তানের বিপক্ষে সিরিজ না খেলার ব্যাপারে কথা বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি জানিয়ে দিলেন, সীমান্ত সন্ত্রাস বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোনও ক্রিকেট সিরিজ সম্ভব নয়। নতুন বছরের শুরুতেই ভারতের সংসদে বিষয়টা পরিস্কার জানিয়ে দিলেন সুষমা।

পররাষ্ট্রমন্ত্রীর এই কথার অর্থ, নতুন বছরেও ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজের সম্ভাবনা একদমই ক্ষীণ। একই দিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে জুড়ে থাকা সংসদীয় পরামর্শদাতা কমিটির এক আলোচনা সভায় সুষমা স্বরাজ বলে দেন, ‘ক্রিকেট ও সন্ত্রাস কখনও হাতে হাত রেখে চলতে পারে না।’

এ সময় ওই বৈঠকে উপস্থিত ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর এবং সচিব কে জয়শঙ্কর। ওই বৈঠকেই সুষমা স্বরাজ জানান, সম্প্রতি ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে তার। সেখানেই পাকিস্তানের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল নিরপেক্ষ কোনও জায়গায় ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ শুরু করা সম্ভব কি না। জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কড়া ভাষায় জানিয়ে দেন, ‘সীমান্ত সন্ত্রাস চলছেই। একই সঙ্গে সীমান্তের ওপার থেকে যখন তখন ছুটে আসছে গোলা-গুলি। সেগুলো বন্ধ না হলে কোনো মতেই ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ হওয়া সম্ভব নয়।’

Advertisement

আইএইচএস/আইআই