রাজনীতি

অবশেষে দরজা খুললো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের, সমাবেশে খালেদা

জাতীয়বাদী ছাত্রদলের প্রতিবাদের মুখে অবশেষে দরজা খুললো রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের দরজা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Advertisement

এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অডিটরিয়াম কক্ষ তালাবদ্ধ হওয়ায় খালেদা জিয়া গেটের সামনে প্রায় ৫০ মিনিটে অপেক্ষা করেন। বিকেল ৪টা ২৩ মিনিটে খালেদা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে আসেন।

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করতে না দেয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে ইনস্টিটিউশন মিলনায়তন প্রাঙ্গণে অবস্থান নেয় ছাত্রদলের হাজারো নেতা-কর্মী। তাদের সঙ্গে সেখানে গিয়ে একাত্মতা ঘোষণা করেন খালেদা। এরপর বিকেল ৫টা ২০ মিনিটে মিলনায়তনের তালা খুলে দেয় ইনস্টিটিউশন কর্তৃপক্ষ।

নতুন করে সমাবেশের অনুমতি দেয়ার প্রসঙ্গে পুলিশের রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, খালেদা জিয়াকে আইইবির ভেতরে ঢুকতে কেউ বাধা দেয়নি। নতুন করে অনুমিত দেয়ার কিছু নেই।

Advertisement

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুর দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করেছিল সংগঠনটি। কিন্তু সকাল ১০টার দিকে মিলনায়তনের ফটকে তালা দেয়া দেখা যায়। পুলিশও ঢুকতে দিচ্ছিল না।

এআর/জেএইচ/পিআর