দেশজুড়ে

রূপগঞ্জে তেহারি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ২০

নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াব নামাপাড়া এলাকায় তেহারি খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার ভোরে এই ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গুতিয়াবো এলাকার সুফান সিটি নামে একটি আবাসন প্রকল্পের মালিকপক্ষ সবে-কদর নামাজ উপলক্ষে গুতিয়াব নামাপাড়া মসজিদে তেহারি রান্নার জন্য খরচ প্রদান করেন। ওই তেহারি রাত সোয়া ৩টার দিকে স্থানীয় মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়। এসময় তেহারি আগে পরে খাওয়া নিয়ে স্থানীয় ফজলুল হকের সঙ্গে আফু মিয়ার বাকবিতণ্ড হয়।এ সময় ফজলুল হকসহ তাদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে আফু মিয়ার উপর হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে ফজলুল হক (৬০), রায়হান মিয়া (১৯), জুয়েল মিয়া (৩১), নজরুল ইসলাম (৪৫),  ফজলুল মিয়া (৪০), সোলায়মান মিয়া (৫৫), আমান উল্লাহ (৩৮), অহিদ মিয়া (২৯), রাসেল মিয়া (২৭), আমেনা বেগম (৩৩) কে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফজলুল হকের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  মীর আব্দুল আলীম/এসকেডি/এমএস

Advertisement