আন্তর্জাতিক

ছয় পরাশক্তির সাথে পরমাণু চুক্তি হওয়ায় ইরানের উল্লাস

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের ছয় পরাশক্তির সঙ্গে মঙ্গলবার এক চুক্তি হওয়ায় উল্লাস প্রকাশ করেছে দেশটির মানুষ। এ চুক্তির ফলে ইরানের উপর অর্থনৈতিক অবরোধ উঠে যাবার সম্ভাবনা তৈরি হওয়ায় তেহরানের মানুষ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছে।ইরান এবং যুক্তরাষ্ট্র দুটি দেশই এই চুক্তিকে ঐতিহাসিক সুযোগ হিসেবে মন্তব্য করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এই চুক্তির ফলে ইরান আর পরমাণু অস্ত্র তৈরি করতে পারছে না।তবে এ চুক্তির কঠোর সমালোচনা করেছেন ওবামার প্রতিপক্ষ রিপাবলিকান দলের নেতারা। মার্কিন কংগ্রেসে এই চুক্তি অনুমোদিত হবার জন্য ষাট দিন সময় আছে।তবে রিপাবলিকান অধ্যুষিত কংগ্রেস ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নাকচ করে দিতে পারে, যদিও তা ঠেকাতে প্রেসিডেন্ট ওবামা তার ভেটো ক্ষমতা প্রয়োগ করবেন বলে জানিয়েছেন। এসআইএস/এমএস

Advertisement