ক্যাম্পাস

শিগগিরই সম্মেলনের ঘোষণা আসবে : প্রত্যাশা ছাত্রলীগ নেতাদের

ছাত্রলীগের সম্মেলনের দাবিতে পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন করেনি সংগঠনটির সম্মেলন প্রত্যাশী নেতারা। তারা আশা করছেন শিগগিরই সম্মেলনের ঘোষণা আসবে। আওয়ামী লীগের হাইকমান্ড থেকে তেমনই ইঙ্গিত পেয়েছেন বলে দাবি তাদের।

Advertisement

এর আগে রোববার সম্মেলনের দাবিতে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছিল সংগঠনটির সম্মেলন প্রত্যাশীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু আওয়ামী লীগের হাইকমান্ড সংবাদ সম্মেলন স্থগিত করতে বললে সংবাদ সম্মেলন স্থগিত করে নেতারা।

এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সম্মেলন প্রত্যাশী ছাত্রলীগ নেতারা। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম খান বলেন, ‘দলের (আওয়ামী লীগ) হাইকমান্ড থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা বুধবার আমাদের ডেকেছেন। সেখানে আমাদের দাবির বিষয়ে তারা শুনবেন এবং আমাদের কথা নেত্রীকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) জানাবেন বলে জানিয়েছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করেছি।’

এই নেতা আরও বলেন, ‘৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বেই আমরা একটা নির্দেশনা চেয়েছিলাম। কাল যেহেতু সিনিয়র নেতারা আমাদের ডেকেছেন, আমরা আশা করছি সেখান থেকে একটা ইতিবাচক ফলাফল পাব। যে কোনো বিষয়ে নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশনা মানতে আমরা প্রস্তুত। তার কথাই চূড়ান্ত।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের বর্তমান কমিটি আইনগতভাবে অবৈধ। কিন্তু নৈতিকভাবে যেহেতু সম্মেলনের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি, তাই বর্তমান কমিটিই বহাল আছে বলে আমরা মনে করি।’

Advertisement

শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ছাত্রলীগকে দেখভাল করেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাদেরকে ডেকেছেন। তিনি আমাদের কথা শুনবেন।’

কারও হুমকির মুখে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে কি-না- এমন প্রশ্নের জবাবে আরেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি বলেন, ‘আমরা কারও হুমকি-ধমকিতে ভয় পাই না। কারও রক্তচক্ষুকে পরোয়া করি না। সংবাদ সম্মেলন স্থগিত করার একমাত্র কারণ হলো আওয়ামী লীগের সিনিয়র নেতাদের প্রতি সম্মান প্রদর্শন। তারা আমাদের অগ্রজ। তাদের পরামর্শ ও নির্দেশনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এমএইচ/এমআরএম/পিআর

Advertisement