দেশজুড়ে

ওরা ভারতের নাগরিক হতে আগ্রহী!

কুড়িগ্রাম জেলায় ১২টি ছিটমহলে বাংলাদেশ ও ভারতের যৌথ জরিপ দলের ৯ম দিনের জনগণনার কাজ মঙ্গলবার বিকেল ৫টায় শেষ করা হয়। ৯ম দিনে ফুলবাড়ীতে ২৫৩ জন অপর দিকে ভুরুঙ্গামারীতে কাউকে পাওয়া যায়নি নিবন্ধনের জন্য। এছাড়াও জেলার ১২টি ছিটমহলে ভারতে যেতে ৩১৫ জন নিবন্ধিত হয়েছে।ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ জানান, মঙ্গলবার জনগণনার ৯ম দিনে ৪৭টি পরিবারের ২৫৩ জনের গণনা সম্পন্ন করা হয়।  এই উপজেলায় ৭টি বুথে ১৫ জন করে গণনার কাজ করেছে।  মঙ্গলবার ৭টি বুথের মধ্যে ২০১১ সালের পর জন্মসূত্রে পাওয়া যায় ৮ জন, বৈবাহিক সূত্রে ৩ জন, এসময় মৃত্যুবরণ করেন ২জন। এরমধ্যে ৩ গ্রামের ৪টি পরিবারের ১৮ জন ভারতীয় নাগরিক হতে নিবন্ধন করেছেন। এতে ৯ম দিন পর্যন্ত ফুলবাড়ির ছিটমহলে জরিপে ১ হাজার ৩৩৬ পরিবারে ৬ হাজার ৬৭৩ জনকে পাওয়া যায়। এরমধ্যে ভারতে যেতে আগ্রহী হয়েছেন ২৮১জন।ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবীব জানান, এই উপজেলায় ১০টি ছিটমহল রয়েছে। মঙ্গলবার ৯ম দিনে কাউকে নিবন্ধনের জন্য পাওয়া যায়নি। তবে আমরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধনের কাজ অব্যাহত রেখেছি। যা ১৬ জুলাই পর্যন্ত চলবে। এরমধ্যে যারা আসবে তাদের নিবন্ধন করা হবে। ভুরুঙ্গামারী উপজেলার ছিটমহলগুলোয় ৯ম দিন পর্যন্ত ২৬০ পরিবারের ১ হাজার ৯২ জন নিবন্ধিত হয়েছে।  এছাড়াও ভারত যাবার জন্য ৩৪ জন তাদের নাম অন্তর্ভূক্ত করেছে।এমএএস/আরআই

Advertisement