মুসলিম সম্প্রদায়ের প্রতি বিতর্কিত মন্তব্য করে আবারো খবরের শিরোনামে এসেছেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক। রাজস্থানের অলওয়ারের বিধায়ক বনওয়ারিলাল সিংহলের বলেছেন, হিন্দুদের চেয়ে জনসংখ্যায় বেশি হয়ে ২০৩০ সালের মধ্যে ভারতের দখল নেয়ার পাঁয়তারা করছে মুসলিমরা। এজন্য বেশি বেশি সন্তানের জন্ম দিচ্ছে তারা।
Advertisement
কয়েক দিন আগে বিজেপির এই বিধায়ক ফেসবুকে পোস্টে লেখেন, ‘যে হারে দেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তাতে ২০৩০ সালের মধ্যে দেশের মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে। একটি হিন্দু পরিবারে এক থেকে দু’টি সন্তান থাকে। সেখানে মুসলিম পরিবারে ১২-১৩ কখনো ১৪টি সন্তানও দেখা যায়।’
এর পরেই তিনি ‘আশঙ্কা’ প্রকাশ করে বলেন, ‘মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়লে দেশে হিন্দুদের অবস্থা অত্যন্ত সঙ্গীন হয়ে উঠবে।’ বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলেও নিজের মত বদলাতে নারাজ ওই বিধায়ক। বরং পরে ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রশ্নের উত্তরে সিংহল অভিযোগ করেন, ‘হিন্দুরা টাকা খরচ করে শিশুর ভবিষ্যতের জন্য। তাদের লেখাপড়ার জন্য। আর মুসলিমরা অস্ত্র কেনার জন্য টাকা খরচ করেন।’
তবে, শেষ পর্যন্ত ফেসবুক পোস্টটি মুছে দিয়েছেন বিজেপির এই বিধায়ক নেতা। এর আগেও একাধিক বার মুসলিমবিরোধী মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি নেতারা। সম্প্রতি উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা হুমকি দিয়েছিলেন, ‘বিজেপিকে ভোট না দিলে কষ্ট পেতে হবে মুসলিমদের।’ আনন্দবাজার।
Advertisement
এসআইএস/আরআইপি