জাতীয়

নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ করবে ডিএনসিসি

নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।  মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

Advertisement

তিনি বলেন, ডিএনসিসির মেয়রের শূন্য পদে আসন্ন উপ-নির্বাচন এবং নবগঠিত ওয়ার্ডগুলোর কাউন্সিলর পদে নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মোতাবেক তফসিল ঘোষণার পূর্বে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচারসামগ্রী ও নির্বাচনী ক্যাম্প করা হয়ে থাকলে আগামী ৬ জানুয়ারি রাত ১২টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে অপসারণের জন্য বলা হয়েছে।

নির্বাচন কমিশন, ডিএনসিসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আগামীকাল ৩ জানুয়ারি বুধবার থেকে এ ব্যাপারে সর্বাত্মক পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ডিএনসিসির এ কর্মকর্তা।

এএস/এমএমজেড/এমএস

Advertisement