সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদেরও হতে হয় গতিশীল। কথায় বলে, গতিই জীবন। তাইতো চলার সঙ্গী হিসেবে মোটরসাইকেল অনেকেরই পছন্দের। এর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় খুব সহজেই। আবার স্টাইলিশ একটি মোটরসাইকেল হয়ে উঠতে পারে আপনার ফ্যাশন সচেতনতার প্রতীকও। এতে অনেকেই এক বা একাধিক সঙ্গী নিয়ে উঠেন। মোটরসাইকেলে চালানো এবং এতে সঙ্গী হিসেবে ওঠা - দুই ক্ষেত্রেই মেনে চলতে হবে কিছু সতর্কতা।
Advertisement
১. চালক এবং সঙ্গী উভয়েই হেলমেট ব্যবহার করুন।
২. চালানো অবস্থায় নিজেদের ভেতর আলাপচারিতা বন্ধ রাখুন।
৩. চলন্ত অবস্থায় ফোনে কথা বলা থেকে বিরত থাকুন।
Advertisement
৪. সঙ্গী হয়ে উঠলে সতর্কতার সঙ্গে বসুন।
৫. চালানোর সময় এদিক সেদিক তাকাবেন না। কারণ একটু অসতর্কতায় ঘটে যেতে পারে দুর্ঘটনা।
৬. চালকের নির্দেশনা ছাড়া মোটরসাইকেল থেকে নামবেন না।
৭. দূরের যাত্রার ক্ষেত্রে প্রয়োজনীয় জ্বালানী আছে কি না তা দেখে নিন।
Advertisement
৮. রাস্তায় গতিরোধক অতিক্রম করার সময় সাবধানতা অবলম্বন করুন।
৯. মোটরসাইকেলে শিশুকে নিরাপদ স্থানে বসান।
১০. চলন্ত অবস্থায় ধূমপান বা খাদ্যগ্রহণ করবেন না।
১১. অনেকেই প্রয়োজনের থেকে বেশি গতিতে মোটরসাইকেল চালান। সেক্ষেত্রে দুর্ঘটনাও বেশি হয়। তাই স্বাভাবিক গতিতে মোটরসাইকেল চালান।
১২. অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন।
এএ/এইচএন/পিআর